অবশেষে ডমিঙ্গোকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো বিসিবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১১:৪৬ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩

সব আলোচনা সমলোচনা পর অবশেষে রাসেল ডমিঙ্গোকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ হারের পর অনেকেই রাসেল ডমিঙ্গো শেষে দেখে ফেলেছিলেন। কিন্তু টেস্ট ক্রিকেটের সাফল্য এনে দিতে না পারলেও বাকি দুই ফরমাটে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন তিনি।

বিশেষ করে তার অধীনে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় সহ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়লাভ করেছে টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজের ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
 
এর আগে জিম্বাবুয়ের মাটিতে তিন ফরমেটে সিরিজ জিতেছে বাংলাদেশ। এছাড়াও ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ বিশ্বকাপ একপ্রকার নিশ্চিত হয়ে গেছে টাইগারদের।

যার কারণে রাসেল ডমিঙ্গো মেয়াদ বাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই বছর আগে ২০১৯ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন রাসেল ডমিঙ্গো। এখনও তার চুক্তির মেয়াদ বাকি রয়েছে বেশ কিছুদিন। বোর্ড সূত্র থেকে জানা গেছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকতে পারেন ডমিঙ্গো।

তার সঙ্গে বিসিবির আলোচনা শেষপর্যায়ে। খুব দ্রুতই নাকি ঘোষণা আসবে। এটা মূলত বাংলাদেশ দলের সঙ্গে রাসেল ডমিঙ্গোর যে সাফল্য তারই পুরস্কার। এদিকে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সঙ্গেও চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে সফরে ব্যাটিং পরামর্শ দায়িত্ব পেয়েছিলেন তিনি। তার কাজে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দিচ্ছে বোর্ড।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত