অবশেষে জয়ে বছর শুরু বার্সেলোনার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ১১:৪৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫৩

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ না পারলেও ঠিকই জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ইবেরোস্টারে অনুষ্ঠিত ম্যাচে ম্যালাক্রোর বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জাভি হার্নান্দেসের শিষ্যরা। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন লুক ডি ইয়ং।

ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বার্সেলোনার সমানে সমান ছিল ম্যালাক্রো। এরপরও বার্সাকে কিছুটা এগিয়েই রাখতে হয়। যদিও বার্সেলোনার দলটি ছিল তাদের ‘বি’ দল। কেননা করোনাভাইরাসের প্রভাবে মাঠের বাইরেই ছিলেন বার্সার মূল দলের অধিকাংশ ফুটবলার।

এই দল নিয়েই একের পর এক আক্রমণ করতে থাকে সফরকারী। সেই সুবাদে ম্যাচের ২৯তম মিনিটেই গোল পেয়েই বসেছিলো বার্সেলোনা। ফেররান হুতগ্লার পাসে লুক ডি ইয়ংয়ের শট গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্টে লাগে। পরের মিনিটে অস্কার মিনগেসার ক্রসে ডি-বক্সে ডি ইয়ংয়ের অসাধারণ ওভারহেড কিকে বল ক্রসবারে লেগে ফেরে।

তবে প্রথমার্ধের একদম অন্তিম মুহূর্তে ঠিকই গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৪৪তম মিনিটে মিনগেসার ক্রসে দূরের পোস্টে লাফিয়ে হেডে গোলটি করেন লুক ডি ইয়ং।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে স্বাগতিক ম্যালাক্রো। কিন্তু একের পর এক আক্রমণ করলে বাবার প্র্রতিপক্ষের ডি-বক্সের কাছে প্রতিহত হয়েছে তারা। ফলে ম্যাচের শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে অবস্থান ম্যালাক্রোর। আর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদ। এদিকে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সেভিয়া।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত