অবশেষে খরা কাটলো মেসির, জয় পেল ১০ জনের পিএসজি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১০:২১ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি লিগ ওয়ানে গোল পাচ্ছিলেন না লিওনেল মেসি। অবশেষে খরা কাটলো তার। মেসি-এমবাপ্পের জাদুতে ৩-১ গোলে নঁতের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। শনিবার ঘরের মাঠে পিএসজির হয়ে লিগ ওয়ানে প্রথম গোল করার পাশাপাশি দলের জয়ে আনন্দে ভাসেন মেসি। লাল কার্ডকেও নিজেদের জয়ের পথে বাধা হতে দেয়নি পিএসজি।
ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর আরও অনেক সুযোগ পেয়েছিল দলটি। তবে ম্যাচের ৬৫তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। তাই বাধ্য হয়েই আরেকজন গোলরক্ষক নামাতে গিয়ে নেইমারকেও বদলি করতে হয় কোচ পচেত্তিনোকে।
১০ জনের পিএসজির বিপক্ষে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফেরে নঁতে। ম্যাচটা যখন সমতায় শেষ হবে বলে মনে হচ্ছে, তখন ভাগ্য ফিরে তাকায় পিএসজির দিকে। ৮১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি।
আর ৮৭ মিনিটে লিওনেল মেসি গোল করে পিএসজির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান মজবুত করল পিএসজি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত