অবশেষে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির তদন্ত শুরু

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১০:২১ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:১১

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগের ভিত্তিতে অবশেষে মঙ্গলবার তদন্ত ঘুরু করেছে তদন্ত টিম। ডাঃ সাদিকাতুল তাহিরিণ এর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পরেই নরেচরে বসে প্রশাসন। তারই প্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত টিম করে দয়ে। 

এ বিষয়ে জানতে চাইলে রংপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তফা জামান চৌধুরী, জানান কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহেরিন ও প্রধান সহকারীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারী লাখ লাখ টাকা আত্মসাত ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসাদাচরণের অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্তের জন্য ৫ সদস্যের একটি কমিটি করে দিয়েছেন। তিনি আরো জানান তদন্ত শেষে ব্যাবস্থ্যা গ্রহণ করা হবে। তদন্ত কমিটিতে জেলার মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেবুল হোসেনকে প্রধান ও বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ রেজাউল হককে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি করে দেয়া হয়েছে কমিটির বাকি সদস্যরা হলেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হারাগাছ প্রধান সহকারী মোঃ রানু মিয়া, উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স মিঠাপুকুর রংপুর। 

গত ১৮-০৭-২৪ ইং তারিখে তদন্ত করার কথা থাকলেও সারা দেশে সাধারান ছুটি থাকার কারনে ৩০-০৭-২৪ ইং মঙ্গলবার সকাল থেকে বিকেল র্পযন্ত তদন্ত কমিটি সরেজমিন তদন্ত কার্য পরিচালনা করেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে ছিল, হাসপাতালে নিম্নমানের সার্জিকেল সামগ্রী ক্রয়, জুনিয়র কনসালটেন্টদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অফিসে অনিয়মিত আসা- যাওয়া, স্বাস্থ্য কমপ্লেক্সে নানা ধরনের অব্যবস্থাপনা, আলট্রাসনোগ্রামের টাকা আত্মসাতের চেষ্টা, উপস্বাস্থ্য কমপ্লেক্সের কাজ না করে সরকারি অর্থ আত্মাসাত, কর্মস্থলে না এসে সরকারি গাড়ি ব্যবহার করে ভুয়া ভাউচার তেলের বিল উত্তোলন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলে ডাক্তারদের ব্ল্যাকমেইল করাসহ ইত্যাদি। জানা গেছে ডাঃ সাদিকাতুল তাহিরিণ ২০২৩ সালের ৫ আগস্ট কাউনিয়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সপ্তাহে একদিন অফিস করতেন। তিনি যোগদানের পরথেকেই জনসাধারন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত