অফিসগামী মানুষের উপচেপড়া ভিড়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১১:১৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২১

২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবকটি স্টেশন হয়ে সকাল ৭টা ১০ মিনিট থেকে থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করছে মেট্রো ট্রেন । রাজধানীতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সবগুলো স্টেশনই চালু হয়েছে শনিবার। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কিছুটা বেশি থাকলেও আজ অফিসগামী মানুষের ভিড় চোখে পড়ার মতো। রোববার (২১ জানুয়ারি) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে সরেজমিনে দেখা যায়, অফিসগামী মানুষ এই স্টেশনে নামছেন৷ তারা বলছেন, যানজটের এই শহরে এত দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে মেট্রোরেল। নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা৷  

তবে মেট্রো স্টেশনের প্রথম তলা ফুটওভার ব্রিজের মতো ব্যবহার করা যাচ্ছে। নগরবাসীর জন্য এটি সকাল থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে বলে  ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। 

মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়েছে গত ৩১ ডিসেম্বর। এর মধ্য দিয়ে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলতো। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। এখন ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত