অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘কারাগার পার্ট-২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১২:৪৫ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪

প্রথম পার্ট শেষ হতে না হতেই- এরপরে কী ঘটবে এই নিয়ে দর্শকদের মাঝে তুমুল কৌতূহল ও আগ্রহ দেখা দেয়। সবাই দিন গুনতে থাকেন কবে আসবে এর পরবর্তী অংশ। এবার সবার অপেক্ষার পালা শেষ করে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আসছে ‘কারাগার পার্ট-২’।

উল্লেখ্য, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর এ ওয়েব সিরিজটির পার্ট-১ মুক্তি পেয়েছিল চলতি বছরের আগস্ট মাসে। এতে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।

কারাগার ওয়েব সিরিজটির প্রথমপার্টে দেখা গিয়েছিল, আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প। যেখানে দেখানো হয়েছিল- হঠাৎ কারাগারের ১৪৫ নম্বর কক্ষে আবির্ভূত হন এক ব্যক্তি। যিনি কিনা বোবা এবং বধির।

ইশারা ভাষার মাধ্যমে জানান, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের হত্যার অপরাধে প্রায় ২৫০ বছর ধরে কারাগারে আছেন তিনি। এরপর বিভিন্ন ঘটনা পম্পরার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। এই গল্পের দৃশ্যায়ন দেখে দর্শকদের মাঝে তৈরি হয় অনেক প্রশ্ন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত