অন্যান্য বিষয়ের দিকে নজর না দিয়ে নির্বাচনের দিকে নজর দিন: মির্জা ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১৮:৫১ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:১৫

অন্যান্য বিষয়ের দিকে নজর না দিয়ে নির্বাচনের দিকে নজর দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির ঘোষণার প্রসঙ্গ টেনে বুধবার এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল বলেন,নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু পরামর্শ করবেন- এটা প্রত্যাশা ছিল। তবে এটাকে বড় ধরনের সমস্যা মনে করছি না। আমরা মনে করি- দ্রুত ইলেকশন কমিশন হোক এবং ইলেকশন কমিশন অতি দ্রুততার সঙ্গে তাদের কাজটা করবে। 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি সারা পৃথিবীতে সমাদৃত এবং তিনি বলেছেন- তার কোনো রকমের কোনো রাজনৈতিক ইচ্ছা নেই। সেই কথা ধরে আমি বলতে চাই- সজাগ দৃষ্টি রাখবেন, আপনার সম্মানের জায়গাটা যেন নষ্ট না হয়। 

‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন- ১৭ বিলিয়ন ডলার পাচার করে দিয়েছে এই আওয়ামী লীগের লোকেরা। এ জন্য রাষ্ট্রদ্রোহিতায় তাদের বিচার হওয়া উচিত, বড় শাস্তি হওয়া উচিত। কারণ এরা রাষ্ট্রকে ধ্বংস করেছে। অর্থনীতি ফোকলা হয়ে গেছে। কিচ্ছু নাই ভেতরে।’

এ সময় প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, প্রশাসন এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, কেন? আওয়ামী লীগ তাদের (প্রশাসন) যে চরিত্র সৃষ্টি করেছে, সেটা দূর করা যাচ্ছে না, খুঁজে পাওয়া যায় না একটা ভালো লোক। প্রশাসনের মধ্যে ঘুষ খায় না, স্বজন প্রীতি করে না, দুর্নীতি করে এমন লোক খুঁজে পাওয়া কঠিন। শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী, প্রশাসক বেশির ভাগ জায়গাতে দুর্নীতি। তারা এভাবে ১৫-১৬ বছরের জঞ্জাল সৃষ্টি করে গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করেছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা কঠিন সময় পার করছি। বড় ক্রিটিক্যাল। এই মুহূর্তে শুধু আবেগের বশবর্তী হয়ে কোনো হঠকারিতার কারণে যদি ভুল হয়ে যায় তাহলে আমরা রাষ্ট্র হিসেবে বড় বিপদে পড়ে যাব। কারণ আমাদের বিপদগ্রস্ত করবার জন্য, আমাদের অস্তিত্বকে বিপন্ন করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে।

তিনি আরও বলেন, যুদ্ধ শেষ হয় নাই, রাজনীতি ও সংগ্রাম কখনো শেষ হয় না। জনগণের অংশগ্রহণ ছাড়া কখনই সংস্কার স্থায়িত্ব হবে না। এটা মাথায় রাখতে হবে। ওপর থেকে চাপিয়ে দিয়ে কোনো সংস্কার সফল হয় না। আইয়ুব খান ও এরশাদ চেষ্টা করেছিলেন সেটা সম্ভব হয়নি। 

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, অনেক ইস্যু সামনে আসবে। একটা কথা আমাদের মনে রাখতে হবে- চক্রান্ত কিন্তু শেষ হয়নি। ফ্যাসিস্টরা তাদের মূল লোক চলে গেলেও তাদের কাঠামো ফ্যাসিস্ট রয়ে গেছে। সেখানে এখনও যারা অবস্থান করছে ও তাদের কাজ করছে। ওই ব্যক্তির পরিবর্তন হলেও কাঠামোর পরিবর্তন হয় নাই।

এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামীর অধ্যাপক আবদুল হালিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত