অন্যরকম সাজে বনানী ব্রিজ
প্রকাশ: ৪ জুলাই ২০২২, ১৯:৫৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪৩
[ঢাকা, ০৪ জুলাই, ২০২২] সন্ধ্যা নামতেই গোলাপি নিয়ন আলোয় ছেয়ে যায় পুরো সেতু। আর দু’টি ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে ‘পাউ-পাউ’। গত বেশ কয়েক সপ্তাহ থেকে রাজধানীর বনানী ব্রিজে এমন দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখা গেছে। এতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পথচারীরা। অনেক পথচারীকে মোবাইল ফোনের ক্যামেরায় এ গোলাপি আলোর সাজ ধারণ করতেও দেখা যায়। তারা জানান, পথ চলতে এ ধরণের সুন্দর আলোর কাজ আর পাউ-পাউ’য়ের দুরন্ত ছবিগুলো তাদের আনন্দ দেয়। গত ১৫মে বাংলাদেশের গ্রাহকদের কাছে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘পাউ-পাউ’কে পরিচয় করিয়ে দেয় অনলাইন ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। জানা গেছে, বাংলাদেশে পাউ-পাউ এর আগমন হিসেবে এমন রঙিন সাজে সেজেছে বনানী ব্রিজ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত