অন্তর্জাল সিনেমার প্যাট্রনাইজ স্পন্সর মীর গ্রুপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১৫:২৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩:১৮

[ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২২] থ্রিলার ছবি ‘অন্তর্জাল’-এর প্যাট্রনাইজ স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মীর গ্রুপ। আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাবে। 

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই চলচ্চিত্রের মোশন পোস্টার উন্মোচিত হয়। 

মীর গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর একটি। বিভিন্ন খাতে আছে তাদের বিস্তৃত পরিষেবা। উন্নত মানের পণ্য এবং সেবা প্রদানের মাধ্যমে মীর গ্রুপ দেশ ও বিদেশে নিজেদেরকে নির্ভরযোগ্য ব্যাবসায়িক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। এই সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন ও মাশরুর এনানসহ চলচিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত