অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশ ম্যাচ দিয়ে যাত্রা শুরু ভারতের
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩০
শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। শুক্রবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০২৪ সালের ১৩ জানুয়ারি পর্দা উঠবে যুব বিশ্বকাপের, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
যুব বিশ্বকাপের ১৫তম আসরে ১৬ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সেই সঙ্গে আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
১৪ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন জুনিয়র টাইগাররা। ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে আছে জিম্বাবুয়ে, নামিবিয়া ও স্বাগতিক শ্রীলংকা। এ ছাড়া ‘ডি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাকিস্তান ও নেপাল।
প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল পরের রাউন্ডে উঠবে।
যুব বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
১৪ জানুয়ারি : বাংলাদেশ ও ভারত (প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো)। ১৮ জানুয়ারি : বাংলাদেশ ও আয়ারল্যান্ড
(সিংহলিজ স্পোর্টস ক্লাব স্টেডিয়াম, কলম্বো)।
২১ জানুয়ারি : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (কলম্বো, সিসি)
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত