অনুষ্ঠিত হল ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ১৪:২৯ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

রেজওয়ানা চৌধুরী বন্যা

গতকাল পদ্মার পশ্চিম পারে শেখ রাসেল সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় মূল অনুষ্ঠান। সংগীত তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। আয়োজকেরা বলছেন, সংগীত নিয়ে উপমহাদেশের অন্যতম বড় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান এটি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আজীবন সম্মাননা প্রদান। এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ, সনদ তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, মোহাম্মদ খুরশীদ আলম, আবিদা সুলতানা, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজসহ অনেকেই। বিভিন্ন পারফরম্যান্সে অংশ নেন নুসরাত ফারিয়া, সিয়াম, দীঘি, সাবিলা নূর, সুমী, আদর আজাদ, টিনা রাসেল, পুষ্পিতা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত