অনুমোদন হীন কোন হাসপাতাল বা ক্লিনিক চলতে দেওয়া হবে না - স্বাস্থ্যমন্ত্রী

  কামরুল ইসলাম কামু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৩১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, অনুমোদন ছাড়া কোন প্রাইভেট হাসপাতাল কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকার দরকার তা না থাকলে সেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। তবে যদি অনুমোদন বা লাইসেন্স থাকে এবং শর্ত পূর্ণ করে তবে তাদের কার্যক্রম করতে পারবে। শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু পঞ্চগড় নয়, চিকিৎসক সংকট সব জায়গাতেই আছে। । আমরা সে লক্ষ্যে কাজ করছি। যেন নতুন করে চিকিৎসক নেওয়া যায়। আমরা একটা পরিকল্পনা করছি, কোন চিকিৎসক কোন জায়গায় কত দিন থাকবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাকে কিছু সময় দেন।

এসময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান, আধুনিক সদর হাসপাতালের পরিচালক রাজিউর রহমান রাজু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত