অনুভব

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ২০:০৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪২

পাশা মোস্তফা কামাল

------------------ 

 

অনুভবে বিশ্ব দেখেন

সফল যারা তাদের ক'জন?

তবুও তারা 'সফল' বলে

সবাই করে তাদের ভজন।

 

তারাই দেবেন বার্তা-বাণী

'সফল' নামের রেসের ঘোড়া,

অন্ধকারে হারিয়ে গেলে

সবাই ডাকে কপাল পোড়া।

 

চামচিকাতে উষ্ঠা মারে

পদে পদে বিড়ম্বনা,

কোথায় কখন হারিয়ে গেল

তাদের খবর কেউ রাখে না।

 

হোক না যতই 'সফল' তারা

উঠুক যতই উর্ধ্বাকাশে

অনুভবে বিশ্ব দেখুক

দৃষ্টি থাকুক দূর্বাঘাসে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত