অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে: ইসি আনিছুর
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৬
আচরণবিধি ও প্রার্থীদের বিভিন্ন জায়গায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। শনিবার (২৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলের আছে। তবে অন্যকে ভোট দিতে বাধা দিলে কারাদণ্ডসহ অন্যান্য শাস্তির বিধান রয়েছে আইনে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ২-১ দিনের মধ্যে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ সেই সাথে মাদারীপু-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মারা যাওয়ার ঘটনাতেও ব্যবস্থা নেয়া হবে। মাঠে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে বলা হয়েছে। প্রশাসনের রদবল নিয়ে তিনি বলেন, অনিয়ম নিয়ে প্রশাসনে রদবদল চলছে। এটা অব্যাহত থাকবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত