অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সফর স্থগিত করল ইংল্যান্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ আগস্ট ২০২১, ১৯:৫৪ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫

সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন খবর নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই পরিকল্পনা ছিল দলটির।

তবে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতি বিবেচনা এবং আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় আইপিএলের বাকি অংশের সঙ্গে সাংঘর্ষিক যাতে না হয় তাই এমনটি করা হয়েছে।

এছাড়া তারা জানায় বাংলাদেশ ও ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলছে। তাদের পেতে ভারত এই সিরিজটি চায় না।

এছাড়া বিশ্বকাপ প্রস্তুতির জন্য অক্টোবরের ১৪ ও ১৫ তারিখ দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড দলের পাকিস্তান সফর করার কথা রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য বলছে, ইংল্যান্ডের পরিকল্পনায় এই সফর বাতিলের কোনো খবর নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত