অনিদ্রার খসড়া
প্রকাশ: ৯ জুলাই ২০২১, ১৬:৫০ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭
রাতটা এখন দিনের থেকে নিরাপদ
উদ্ভিদও মনের আনন্দে নেচে বেড়ায়
ঘরময়। কে কী ভাবছে আর হিংসার
আগুনে নিজেই পুড়ে পুড়ে অঙ্গার
হচ্ছে তা আজ আর দেখার বিষয় নয়
পেছন ফিরে তাকালেই শরনার্থী কাঁটা-
তারের বেঁড়া আর শীর্ণকায় মুখ
নোতুন করে যুক্ত হয়েছে কোভিড ১৯
অতএব ভালো থাকবার জো নেই!
এরি মধ্যে এতো উত্তাপ ঢেলে দাও
কেন বলো দেখি ? এ শহরে প্রতিদিন
বহুরূপী মানুষের দল উণ্মাদ হয়ে ছুটে
বেড়ায়। এসব অস্হির উণ্মত্ততায়
রাতভর যারা পাশা খেলে তারা কী
ভবিষ্যৎহীন গণ্ডগ্রামের নটরাজ ? না
বিষণ্ন স্মৃতির মতো অনিদ্রার খসড়া
হাতে রোমশ অন্ধকারে পূর্বরাগের সুরে
আচ্ছন্ন হয়ে থাকে!যদিও এরকম
সময়ে কেউ কারো থাকেনা। যত
আবাল ভণ্ডের দল লালশালু উড়িয়ে
দিয়েছে জগৎময়! এসব ভাবতে গেলে
মগজ খুলে খুলে পড়ে চক্ষুও চড়কগাছ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত