অতিথি পাখি
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:০৭
বিচিত্র কুমার
---------------------
হাজার মাইল পথ পেরিয়ে
এসেছে অতিথি পাখি,
নদী-নালা খাল-বিল দেখে
জুড়াই দুই আঁখি।
ঝাঁকে ঝাঁকে পাখির সারি
নীল আকাশ উড়ে,
ইচ্ছে হলেই ছুটে তারা
আবার অনেক দূরে।
অতিথি পাখির কোলাহলে
সাজে নব প্রকৃতি,
জলাশয়ে বৃদ্ধি পায়
নতুন নতুন অতিথি।
মনের সুখে গায় পাখি
কিচির মিচির গান,
দুষ্টুলোকে ফন্দি করে
নেয় তাদের প্রাণ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত