অটল বিহারি বাজপেয়ীর ৯৮তম জন্মদিনে তার বায়োপিক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১১:২৮ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭
ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে পরিচিত তিনি। এই রাজনীতিবিদের বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রবী যাদব। ছবির নাম ‘ম্যা অটল হুঁ’। ছবিটিতে অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এ উপলক্ষে নির্মাতারা প্রকাশ করেন পঙ্কজ ত্রিপাঠির ফার্স্ট লুক, যা দেখে চমকে গেছেন ভক্তরা; ছবিতে পঙ্কজকে যেন চেনাই যাচ্ছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফার্স্ট লুক শেয়ার করেছেন পঙ্কজ নিজেও। লুক শেয়ার করে তিনি লেখেন, ‘কখনো ভারসাম্য হারাইনি, কখনো মাথানত করিনি। আমি অটল।’এ ছাড়া তিনি আরও লেখেন, ‘অটলজির মতোও মানুষের ব্যক্তিত্বকে পর্দায় তুলে ধরতে গেলে আমাকে নিজের ব্যক্তিত্বের সঙ্গেও অনেক কাজ করতে হবে। এটা একেবারেই সহজ কাজ নয়। তবে আমার আত্মবিশ্বাস ও মনোবল রয়েছে। আমি আশা করি, এই নতুন চরিত্রের সঙ্গে আমি ন্যায় করতে পারব।’
‘ম্যায় অটল হুঁ’ ছবিটি সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনযাত্রা ঘিরে নির্মিত হবে। অটল বিহারি বাজপেয়ী একাধারে কবি, রাষ্ট্রনায়ক, নেতা ও মানবতাবাদী। পরিচালক আগেই ঘোষণা দিয়েছিলেন বায়োপিক ও এই চরিত্রে পঙ্কজ ত্রিপাঠির অভিনয়ের কথা। তখন পঙ্কজ বলেছিলেন, ‘তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন দুর্দান্ত লেখক, বিখ্যাত কবি। তাঁকে পর্দায় জীবন্ত করে তোলা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’
‘মির্জাপুর’, ‘মিমি’, ‘সেক্রেড গেমস’-এ নিজের অভিনয়দক্ষতা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি দক্ষ অভিনয়শিল্পী। যেকোনো চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার দক্ষতা তাঁর আছে। সব ধরনের চরিত্রেই তিনি করেছেন সাবলীলভাবে অভিনয়। ‘ম্যা অটল হুঁ’ ফার্স্ট লুক প্রকাশের পর তাঁর অনুরাগীদের মধ্যে এই ছবি দেখার আগ্রহ বেড়ে গেছে। এ যেন সত্যিকারের অটল বিহারি। ছবিটি অটল বিহারির ৯৯তম জন্মদিন ২০২৩ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত