অজগরের আক্রমণে ছাগলের মৃত্যু, সুন্দরবনে অবমুক্ত

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৯:৫৫ |  আপডেট  : ১৮ জানুয়ারি ২০২৫, ২০:৫৩

বাগেরহাটের পূর্ব-সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায় বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে লোকালয়ে অজগরের দংশনে একটি ছাগল মারা গেছে। এদিকে, খবরপেয়ে বনরক্ষীরা অজগরটিকে ধরে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামে।

বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার ১১টার দিকে সুন্দরবন সংলগ্ন দক্ষিণ রাজাপুর চরপাড়া গ্রামের কালাম খানের বাড়িতে একটি বিশালাকার অজগর একটি ছাগলকে আক্রমণ করে সেটিকে গিলতে চেষ্টা করে। এ সময় গৃহের লোকজন টের পেয়ে জাল নিক্ষেপ করে অজগরটিকে আটক করে। পরে খবর পেয়ে নিকটস্থ দাসের ভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দক্ষিণ রাজাপুরে অজগরের আক্রমনে একটি ছাগল মারা গেছে। বুধবার দুপুরে বনরক্ষীরা উদ্ধার করা ১৫ ফুট লম্বা বিশালাকারের অজগরটিকে দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনে ছেড়ে দিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত