অগ্রগামীকে নেতৃত্বে দেখতে চায় মিরপুরের ইক্যাব সদস্যরা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২২, ১৯:৩৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮

ঢাকা, ১২ জুন, ২০২২- আগামী ১৮ জুন অগ্রগামী প্যানেলকে নির্বাচিত করে ইক্যাবের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মিরপুরের ইক্যাব সদস্যরা। তারা বলছেন, করোনাকালে ই-কমার্স ব্যবসা চলমান রাখার বিষয়ে ইক্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃত্ব প্রশংসনীয়। তাই যাদের নেতৃত্বে ইক্যাব আজকের অবস্থানে এসেছে, তাদের প্যানেলই যেন নেতৃত্বে আসে। 

সম্প্রতি মিরপুরে আয়োজিত ইক্যাব আড্ডায় অংশ নিয়ে এমন প্রত্যাশার কথা তুলে ধরেন এ জোনের সদস্যরা। অনুষ্ঠানে মিরপুর জোনের ইক্যাব সদস্য ইনভেন্ট ক্রাফটের আব্দুর রহমান মামুন, বাহক কুরিয়ার এর রিয়াদ হোসেন, আলাউদ্দিন সোহেল, জুলহাস মিয়া, হাসানুজ্জামান সুজন, সাইফুল করিম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে অগ্রগামী প্যানেলের সদস্য শমী কায়সার (ধানসিঁড়ি ডিজিটাল), মোহাম্মাদ আবদুল ওয়াহেদ তমাল (কম্পিউটার জগৎ টেকনলোজিস), মোহাম্মদ সাহাব উদ্দিন শিপন (ডায়াবেটিস স্টোর), নাসিমা আক্তার নিশা (রিভারি), আসিফ আহনাফ (ব্রেকবাইট), মো. সাইদুর রহমান (ডিজিটাল হাব), মো. রুহুল কুদ্দুস ছোটন (ফোকাস ফ্রেম), শাহরিয়ার হাসান (পেপার ফ্লাই) এবং সৈয়দা আম্বারীন রেজা (ফুডপ্যান্ডা) নিজেদের প্রতিশ্রুতি পূরণের সময়সীমাসহ এর বাস্তব ভিত্তি তুলে ধরেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত