‘অগ্নি ৩’ এ নতুন মুখ দেখার অপেক্ষায় দর্শক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৫:১৩ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৩২

ফাইল ছবি

অগ্নি কন্যা’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাজ মাল্টিমিডিয়ার ‘অগ্নি’ সিরিজের আগের দুই সিনেমায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। তবে এবারের সিরিজে থাকছেন না মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা সৈকত নাসির।

এবার কে হচ্ছেন অগ্নি? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা বলেন, ‘এই সিনেমায় মাহিয়া মাহি এবার নেই। আপাতত এটুকু। বাকি তথ্য সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।’

তিনি আরও বলেন, ‘এবারের সিরিজে অগ্নি হিসেবে যে মেয়েটিকে নির্বাচন করা হয়েছে অ্যাকশনের জন্য সে বেশ প্রশিক্ষিত। তার বডি ফ্লেক্সিবিলিটি অসাধারণ। আমি বিশ্বাস করি, তিনি নির্বাচকদের যেমন অবাক করেছেন, তেমনি দর্শকদেরও চমকে দিতে সফল হবেন।’

এদিকে, গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার।

জানা গেছে, সিনেমার কাজ শুরু হবে আগামী বছর এপ্রিলে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান। প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় ‘অগ্নি ৩’র চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত