অক্সিজেনের অভাবে মারা গেলেন খ্যাতনামা সংগীতশিল্পী পণ্ডিত রাজন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১৫:৪৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র। তার বয়স হয়েছিল ৭০ বছর। রোববার দিল্লির সেন্ট স্টিফেনস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মভূষণপ্রাপ্ত এ গায়ক।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পণ্ডিত রাজন মিশ্র। রোববার চিকিৎসার জন্য তাকে গঙ্গারাম হাসপাতাল থেকে দিল্লির সেন্ট স্টিফেনস হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সেখানে তার করোনা টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর গুরুতর অসুস্থ রাজনের ভেন্টিলেটরের প্রয়োজন হয়। কিন্তু ভেন্টিলেটরের ব্যবস্থা করার আগেই হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

পণ্ডিত রাজন মিশ্র ১৯৫১ সালে ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে তার ঠাকুরদাদা পণ্ডিত বেদে রাম দাস মিশ্রের কাছ থেকে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন এবং পরে কিংবদন্তি পণ্ডিত হনুমান প্রসাদ মিশ্রের কাছ থেকে ধ্রুপদী সংগীত জগতের পথচলা শুরু হয়।

পণ্ডিত রাজন মিশ্র ২০০৭ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত