অকালে ঝরে গেলেন নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:১২

ফাইল ছবি

তরুণ নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক আর নেই। ২৪ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯টার দিকে পাবনায় নিজ বাড়িতে মারা গেছেন তিনি।

টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর খবরটি নিশ্চিত করেছেন।

জানা যায়, মানিক দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ছিলেন। অনেকদিন ধরে নাটক নির্মাণ থেকেও দূরে ছিলেন তিনি। নিচ্ছিলেন চিকিৎসা। অবশেষে সবাইকে কাঁদিয়ে অকালে না ফেরার দেশে চলে গেছেন।

মানিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডিরেক্টরস গিল্ড। শোকবার্তায় বলা হয়েছে, ‘মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’ এ ছাড়া শোক জানাচ্ছেন ছোট পর্দার তারকারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর পাবনার বেড়া থানার পেঁচাকোলা গ্রামে বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তার দাফন হবে। চার বোন দুই ভাইয়ের মধ্যে মানিক ছিলেন সবার বড়।

নির্মাতা সাখাওয়াত মানিকের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‌‘কাঠ গোলাপের সৌরভ’, ‘শেয়ার ফিফটি ফিফটি’, ‘আকাশ গঙ্গা’, ‘মনোবাস’, ‘আই মিস ইউ’, ‘কেন মিছে নক্ষত্রেরা’ প্রভৃতি। একক ও ধারাবাহিক মিলিয়ে তিনি শতাধিক নাটক নির্মাণ করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত