'সুন্দর জিনিস ছোঁয়া যায় না, অনুভব করতে হয়', পাহাড়ের কোলে বসে বার্তা শ্রাবন্তীর
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১০:৪৬ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪
ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ও বিজেপি নেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর বরাবরই প্রিয় পাহাড়। দিন কয়েক আগেই নাকি চুপিচুপি পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি, যা এবার প্রকাশ্যে এনেছেন। সদ্য প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ‘ভূ-স্বর্গ’ কাশ্মীরে সময় কাটিয়ে এলেন শ্রাবন্তী।
এই ট্যুরে সঙ্গী হিসেবে ছিল ছেলে অভিমন্যু এবং তার গার্লফ্রেন্ড দামিনী ঘোষ। আর কোনও বিশেষ মানুষ এই সফরে শ্রাবন্তীর সঙ্গী হয়েছিলেন কিনা স্পষ্ট নয়। আজ শনিবার দুপুরে নিজের কাশ্মীর সফরের নতুন ঝলক শেয়ার করলেন নায়িকা। সেখানে ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন শ্রাবন্তী।
ইন্সটাতে ছবির শেয়ার করে ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘পৃথিবীর সব থেকে সুন্দর জিনিসটা দেখা যায় না, স্পর্শ করা যায় না… তা হৃদয় দিয়ে অনুভব করতে হয়’। যদিও এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত রয়েছে কিনা কা কার উদ্দেশে এই বার্তা শ্রাবন্তীর তা স্পষ্ট নয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত