" প্রেম ছাড়া অন্যকিছু মানিনা আমি "
প্রকাশ: ৮ মে ২০২১, ০৯:০৩ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬
বুকপকেট ভর্তি শুকিয়ে যাওয়া লাল গোলাপের
পাপড়ি থাকে কারো কারো,
লুকিয়ে প্রেমেরই জয়গান গায় অন্তরে বাহিরে।
জয়ী হোক কিংবা পরাজিত হলেও
ছাড়ে না প্রেমের অমসৃণ পথ,
একদিন জয় হবে প্রেমের বলে গভীর বিশ্বাসে
পথ হাঁটে এবড়োখেবড়ো,
অলিগলি পেরিয়ে আলো ঝলমলে নক্ষত্র
ছুঁয়ে যায় হৃদয়ের পোড়ামাটি,
শূন্য ভিটেয় ঘুঘু চরলে,
এমনকী মনসুরের মতো টুকরা টুকরা হলেও
বলতে থাকে তার হৃদয়ের প্রতিটি কোষ -
প্রেমই সত্য, প্রেমই শক্তি,
প্রেম ছাড়া অন্য কিছু মানিনা আমি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত