"সবাই আমায় বাসে ভালো "
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১৫:০৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯
বন্ধু আমায় ভাবে লোকে
শত্রু তো নই কারো।
ফুল,পাপিয়া নিয়ে থাকি
কারো নই ধার ধারো।
মিষ্টি কুমড়ার বীজের খবর
আর পাখিদের গান।
ভাষার কথা বলে ছলে
জিইয়ে রাখি মান।
রোদ,বৃষ্টি মেঘের খবর
আকাশ ভালোবাসি।
মোটের ওপর ছড়িয়ে রাখি
ভূবণ ভোলা হাসি।
এধার ওধার ছোঁয় না আমায়
চুপটি করে থাকি।
সত্যি জেনেও দাঁতকপাটি
আঁচল দিয়ে ঢাকি।
রাষ্ট্র আমার পরম প্রিয়
ভীষণ দেশপ্রেমিক।
সব কথাতেই তাল মিলাই
বেঠিক হলেও ঠিক।
ধর্ম আমার ব্যক্তিগত
আচরণে নাই,
লেবাসপরস্তি নিয়ে আছি
ছুটে গেলেও তাই।
সবাই আমায় বাসে ভালো
মানিয়ে চলি বলে,
চুন থেকে পান খসে তখন
ভাসে চোখের জলে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত