৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোরের আলো প্রিমিয়ার লীগ-২০২২

  সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২, ১৮:৩২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:২৯

আগামী ৯ অক্টোবর ২০২২ রোববার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর সবুজবাগ বাসাবোর স্বনামধন্য ভোরের আলো সংঘের ক্রিকেট টুর্নামেন্ট “ভোরের আলো প্রিমিয়ার লীগ-২০২২”।  

বাসাবো খেলার মাঠে অনুষ্ঠিতব্য ভোরের আলো প্রিমিয়ার লীগ-২০২২ এ অংশগ্রহণ করবে ৬টি দল। দলগুলো হচ্ছে (১) বাপ্পি নাইট রাইডার্স (২) রাহাত রয়েলস (৩) বাবলু স্টার (৪) ডায়নামিক লিজেন্টস (৫) ফারুক ওয়ারিয়র্স ও (৬) আমির কিংস।

প্রতিটি দল ১৪ জন করে খেলোয়ার নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাপ্পি নাইট রাইডার্স এর মির্জা লাল চাঁন ও রানা খান, রাহাত রয়েলস এর নুরুল্লাহ মতুর্জা ও মোহাম্মদ জাহিদ, বাবলু স্টার এর নুর নবী ও ফরহাদ উজ্জল, ডায়নামিক লিজেন্টস এর ওয়াহিদুর রহমান ও মোস্তফিজুর রহমান শাহরিয়ার, ফারুক ওয়ারিয়র্স এর সিয়াম মাহমুদ ও আবু সাঈদ মুরাদ এবং আমির কিংস এর মোহাম্মদ মাসুদ ও আল-আমিন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত