৯৯৯-এ কল করে ডাকাত থেকে রক্ষা পেলেন সালওয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ১১:২৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৪২

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পরিবারসহ একটি ডাকাত দল থেকে রক্ষা পেয়েছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সাবেক প্রতিযোগী ও নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া।

সালওয়া বাবা-মাসহ কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রোহিতপুর নামক একটি স্থানে ডাকাতের কবলে পড়েন। পরে ৯৯৯-এর মাধ্যমে জানতে পেরে পুলিশ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে এবং ডাকাতদের থানায় ধরে নিয়ে যায়।

বুধবার (২৫ আগস্ট) দিনগত রাতে ফেসবুকে পুরো ঘটনাটির বর্ণনা দিয়ে বাংলাদেশ পুলিশ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সালওয়া।

এই অভিনেত্রী লেখেন, ‘অসংখ্য ধন্যবাদ রইলো জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও বাংলাদেশ পুলিশের প্রতি। তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে আমি ও আমার পরিবার আজ বিপদের হাত থেকে উদ্ধার হলাম। ’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘আজ (বুধবার) রাত ৮টার সময় কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে আমার আম্মু-আব্বু ছিলেন। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে আসলে চারটি বাইকে করে ৪/৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে একটি ছেলে নিজেকে কেরানীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করে (যা সম্পূর্ণ বনোয়াট)। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে এবং বলতে থাকে যে, তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে। সেরকম কিছুই আসলে হয়নি। ’ 

তিনি আরও লেখেন, ‘একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হ্যারাসমেন্ট করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও নানাভাবে হেনস্তা করে থাকে। আমি তৎক্ষণাৎ ৯৯৯-এ কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। ’

ধন্যবাদ জানিয়ে সালওয়া লেখেন, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি যে সেবা পেয়েছি তাতে আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ। শুভকামনা রইলো জনগণের নিরাপত্তায় নিয়োজিত সব সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পাশে থাকবে। ’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হন নিশাত নাওয়ার সালওয়া। এরপর তিনি কাজ শুরু করেন শোবিজে। বেশকিছু বিজ্ঞাপনের মডেল হয়ে নাম লেখান সিনেমায়।  

মোস্তাফিজুর রহমান মানিকের মুক্তি প্রতীক্ষিত ‘স্বপ্ন দেখা রাজকন্যা’ ও সারাহ বেগম কবরী পরিচালিত অসমাপ্ত  সিনেমা ‘এই তুমি সেই তুমি’র নায়িকা সালওয়া। আরও বেশকিছু সিনেমায় রয়েছে তার হাতে। তবে এখনো বড় পর্দায় অভিষেক ঘটেনি সালওয়ার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত