৩ সংসদীয় আসনে উপনির্বাচন ১৪ জুলাই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ জুন ২০২১, ১৫:৫৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০০

সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ কথা জানান।

সচিব বলেন, মনোনয়নপত্রের শেষ সময় ১৫ জুন। মনোনয়নপত্রের বাছাইয়ের তারিখ ১৭ জুন। আপিল দায়ের করতে পারবে ১৮ থেকে ২০ জুনের মধ্যে। আপিল নিস্পত্তির তারিখ ২১-২২ জুন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন। ভোট গ্রহণ ১৪ জুলাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত