স্বাস্থ্যবিধি মেনে লকডাউন মেনে চলার অনুরোধ তারকাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ০৯:৪৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯

করোনার সংক্রমণ থেকে কিছুটা স্বাভাবিক জীবনে যাওয়ার চেষ্টার আগেই আবারও শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময় স্বাস্থ্যবিধি মেনে লকডাউন মেনে চলার অনুরোধ জানিয়েছেন ছোট ও বড় পর্দার তারকারা।

অভিনেতা ওমর সানি লিখেছেন, ‘ভালো থাকবেন নিরাপদে থাকবেন, আল্লাহকে ডাকবেন।’

নুসরাত ইমরোজ তিশা, ‘মাস্ক পড়ুন। করোনা ভাইরাস সুরক্ষা স্বাস্থবিধি অনুসরণ করুন।’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আবার করোনা হানা দিয়েছে। তাই সবাই সাবধানে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

লকডাউনের দ্বিতীয় দিনে ছেলের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘আমার ছোট্ট চ্যাম্পের সঙ্গে।’

নুসরাত ফারিয়া লিখেছেন, ‘সবাই নিরাপদে থাকুন’।তিনটি ছবি ফেসবুকে পোস্ট করে মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘লকডাউন ঘোষণা হয়েছে। এখন ঘরে থাকার সময়, নিজেকে দেওয়ার সময়। তাই ঘরে বসে খাবেন, ঘুমাবেন, প্রার্থনা করুন, তবে পুনরাবৃত্তি করুন।’

তানজিন তিশা লিখেছেন, ‘নিজে মাস্ক পড়ুন। অন্যকে মাস্ক পড়তে বলুন। নিজ ও জনস্বার্থে সচেতনতা অবলম্বন করুন। ধন্যবাদ।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত