সিরাজদিখানে মুক্তিযোদ্ধা সংসদের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভা যাত্রা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১৩:৫০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪২
কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে সন্ত্রাস বিরোধী এ সমাবেশ শান্তি শোযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভা যাত্রা শেষে সিরাজদিখান উপজেল পরিষদ প্রাঙ্গনের লিচু তলায় সাবেক উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মোঃ মাহমুদুল হাসান ঝন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন আহম্মেদ খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁন মিয়া,বীর মুক্তিযোদ্ধা এস এম কবিরউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোহন মিয়া, বীর মুক্তিযোদ্ধা অজয় দে। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ-সভাপতি মীর সোহাগ, ফাইজুল ইসলাম, সুমন আহম্মেদ, মরিয়ম মালা প্রমুখ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিন আহম্মেদ খায়ের বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশের ক্ষতি ও উন্নয়ন বাঁধা গ্রস্থ’ হয় এমন কোন উস্কানীমূলক বক্তব্য দেওয়া দেওয়া যাবেনা। যারা দেশের ভাল চায়না তারাই দেশকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও জাতির শক্রু। এজন্য সকলকে সজাগ ও সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত