সিরাজদিখানে গাছের চারা রোপণ ও বিতরণ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩
ফলজ বৃক্ষ রোপন করি,পুষ্টি সমৃদ্ধ সমাজ গড়ি। জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশ আজ হুমকির মুখে। এ থেকে পরিত্রাণ পেতে অবশ্যই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। নিজে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে। এই প্রতিপাদ্য নিয়ে মুন্সীগঞ্জ সিরাজদিখান এসটিএস ফাউন্ডেশন এন্ড টিএসআই এর এসটিএস মাল্টি এগ্রো উদ্যোগে আজ সোমবার বেলা ১২ টায় এলাকার সাধারণ জনগন ও শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কুসুমপুর তানিয়া বাগানে চারাগাছ বিতরণ করা হয়।
এর মধ্যে প্রত্যেককে দুটি করে এবং অন্যান্য শিক্ষার্থীকে ৩টি করে ৫০০ হাজার ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে মালটা, আম, আমড়া, নিম ও পেয়ারার চারা ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি টিএসআই এর বাংলাদেশ চিফ কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মাহমুদ হাসান মুকুট বলেন, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং নতুন প্রজন্মের জন্য সবুজ, সমৃদ্ধ, নিরাপদ সিরাজদিখান গড়ার লক্ষ্যে সাধারণ জনগন ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মতো উদ্যোগ গ্রহণ করেছে। নিঃসন্দেহে এটি একটি মহান উদ্যোগ। তিনি এ কর্মসূচির সফলতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সামসুল হক হাওলাদার,কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান,আব্দুল হালিম টিয়া,উপজেলা কৃষি উপ-সহকারী মোঃ মোশারফ হোসেন,ডাঃ মৌসুমী আক্তার, মোঃ সিদ্দিকুর রহমানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত