সাদিক অ্যাগ্রোতে আবারও অভিযান, নিষিদ্ধ আরও ৬ ব্রাহমা গরু জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ জুলাই ২০২৪, ১৮:০১ |  আপডেট  : ৬ জুলাই ২০২৪, ১৭:২২

 ছাগলকাণ্ডের পর থেকে সাদিক এগ্রোর একের পর এক খামারে ব্রাহামা গরুর সন্ধানে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর আরও একটি খামারে অভিযান চালিয়ে ৬টি ব্রাহামা জাতের গরুর সন্ধান পেয়েছে। 

জানা যায়, মোহাম্মদপুর থানার নবীনগর এলাকার ১৫ নাম্বার রোডের সাদিক এগ্রোর খামারে অভিযান চালায় দুদক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।

দুদক জানায়, দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাদিক এগ্রোতে দুদকের এনফোর্সমেন্ট টিম এসে ৬টি ব্রাহমা গরুর সন্ধান পান। সেখানে প্রতিটি গরু কোটি টাকা মূল্যের বলে দাবি করেছে সাদিক এগ্রোতে কর্মরতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাদিক এগ্রোর এক কর্মী বলেন, ৩ তারিখ গভীর রাতে গরুগুলোকে এখানে আনা হয়।অভিযানে সাদিক এগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রাণীসম্পদ অধিদপ্তর গরুগুলো ২৮০ টাকা দরে মাংস হিসেবে বিক্রি করার শর্তে নিলামে দিয়েছিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত