আদমদীঘিতে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৪ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৪

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখা আয়োজিত শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলাস্থ বাবা আদম (র:) কমপ্লেক্স চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব পল্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী ফরিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ তরিকুল ইসলাম, মাওঃ গোলাম মোস্তফা, মাওঃ রহমান আলী, জেলা জামায়াতের ইউনিট সদস্য এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শামসুদ্দীন সাধন, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আহসান হাবীন তুহিন প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত