সাংবাদিক শওকত রেজার ইন্তেকাল
প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১৩:৩৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশের খবরের যুগ্ম-বার্তা সম্পাদক সাংবাদিক শওকত রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২০ অক্টোবর) রাতে ব্রেইন স্ট্রোক করে তিনি মারা যান। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল হক ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে।
সাংবাদিক শওকত রেজা এর আগে দৈনিক মানবকণ্ঠের সিটি এডিটর ছিলেন। এছাড়াও ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত