শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

  মুন্সিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৩ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৫, ০০:২৮

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। গতকাল বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা প্রশাসনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মুন্সিগঞ্জের বার্তার প্রতিনিধি দল পত্রিকাটির চলমান কার্যক্রম, সামাজিক ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে পারস্পরিক আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তা সম্পাদক আবু নাসের লিমনসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত