শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অভ্যর্থনা

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:৫২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। বৃহস্পতিবার সকালে শেখ হাসিনাকে এই অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশের সরকারপ্রধানকে গার্ড অব অনারও দেওয়া হয়।

দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে ছয়দিনের সফরে গতকাল বুধবার বিকালে মালেতে পৌঁছান শেখ হাসিনা। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ খলিল ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

সফরসূচি অনুযায়ী আজ মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। বিকালে প্রধানমন্ত্রী মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। এছাড়া আজ সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় যোগ দেবেন বঙ্গবন্ধুকন্যা।

মালেতে আজ বৈঠক শেষে দুই দেশ দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই করতে পারে। সম্ভাব্য চুক্তি দুটি দ্বৈত কর পরিহার এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের বিষয়ে। সম্ভাব্য সমঝোতা স্মারকগুলো বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে।

এদিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপের চাহিদা অনুযায়ী সামরিক যানগুলো উপহার দেওয়া হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা। সফর শেষে ২৭ ডিসেম্বর বিকালে ঢাকায় পৌঁছার কথা রয়েছে বঙ্গবন্ধুকন্যার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত