লৌহজংয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন জনির ইন্তেকাল 

  মিজানুর রহমান ঝিলু 

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:০৮ |  আপডেট  : ৩০ অক্টোবর ২০২৫, ২৩:০৮

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। বৃহস্পতিবার  উপজেলার খড়িয়া শাহী জামে মসজিদে যোহর নামাজের পরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সাতঘড়িয়া কবরস্থানে জনির লাশ দাফন করা হয়। আনোয়ার হোসেন জনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির কমিটিতে কয়েকবার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে জনির বিচরণ ছিল। তাঁর মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের তিন মনোনয়ন প্রত্যাশী বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা এবং বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ শোক জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত