শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৩, আহত ৪
প্রকাশ: ১ আগস্ট ২০২১, ০৯:০৮ | আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৯
মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার(৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে দূর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছে আরো ৪ জন। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিং এর মালামাল ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজার কাছে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় মো. সোহান নামের টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে আরো একজনের মৃত্যু হয় সেখানে।
প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে এসে টোলপ্লাজার কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের উপর পরে পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর উপরে ৮/১০ জন সাধারণ যাত্রী বসেছিল। ঘটনাস্থলেই ২ জন মারা যায়। ৩ থেকে ৪ জনের মৃত্যু হতে পারে।'
শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আলী বলেন,'দূর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা গেছে। তাদের পরিচয় এখনো সনাক্ত হয় নি। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।'
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত