শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ২১:১৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৯

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর কবীরের বিদায় সংবর্ধনা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভ‚মি) মৌলি মন্ডল। বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, শিবগঞ্জে কাজ করতে পেরে আমি ধন্য। নতুন কর্মস্থলে সফলতার জন্য শিবগঞ্জের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, কৃষি অফিসার আল মুজাহিদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তারকনাথ কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, মহিলা বিষয়ক কর্মকতা নাহিদা সুলতানা, চেয়ারম্যান নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, তোফায়েল আহম্মেদ সাবু, শফিকুল ইসলাম শফি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী, শিবগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন শিবলী। 

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা অফিসার্স ক্লাবের সকল সদস্যসহ সকল দপ্তরর কর্মকচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, তিনি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বদলীস‚ত্রে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত