শিবগঞ্জে বুড়িগঞ্জ ইউনিয়ন আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ১৯:৪৪ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৮

রশিদুর রহমান রানা শিবগঞ্জ  (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ জামতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে  সভাপতিত্ব করেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মতিন আকন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি  চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, শিল্প ও বানিজ্য সম্পাদক তপন চক্রবর্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চঞ্চল, সদস্য শামসুতায়ালা খুরুম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে অত্যান্ত হাড্ডাহাড্ডি লড়াই শেষে বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন নির্বাচিত হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত