শিবগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত   

  রশিদুর রহমান রানা  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৯:২১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯

বগুড়ার শিবগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিকাল ৪ ঘটিকায় শিবগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী। 

শিবগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবু জাফর, শিবগঞ্জ ইউনিয়ন বিট ইনচার্জ  এসআই শহিদুল ইসলাম, আঃ মোমিন মুন্নু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন  এএসআই সোলাইমান আলী, ছামছউদ্দীন টিপু, ইউপি সদস্য দিলারা জাহান, তোজাম্মেল হক তোজাম,  চুন্নু মিয়া, আবু হাসান দুলা, সমাজ সেবক আফজাল হোসেন, জাহিদুর রহমান মুসা, মাসুমসহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত