শহীদ মিনারে মাসুম আজিজের মরদেহে শ্রদ্ধা, গ্রামের বাড়িতে সমাহিত করা হবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১৪:০৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৮

অভিনেতা মাসুম আজিজের ছেলে এবং গোলাম কুদ্দুস

একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মরদেহে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে অভিনেতা, রাজনীতি, সাংস্কৃতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়।

দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন মাসুম আজিজ। গতকাল (সোমবার) বিকেল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় এই নাট্যকার ও অভিনেতা। মঙ্গলবার সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, আমি তাকে কখনো মনোবল হারাতে দেখিনি। অঙ্গীকারবদ্ধ নাট্যকর্মী যারা, তাদের মধ্যে একজন প্রধান ব্যক্তি আজ আমাদের ছেড়ে চলে গেলেন।

অভিনেত্রী দিলারা জামান বলেন, মাসুম ভাই অত্যন্ত কাজপাগল মানুষ ছিলেন। বড় অসময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। এতে আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেল।

বাবার সম্পর্কে বলতে গিয়ে মাসুম আজিজের ছেলে উৎস বলেন, তার সংগ্রামী জীবনের প্রভাব আমাদের উপর পড়তে দেননি। অনেক দৃঢ়চেতা মানুষ ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি আমাকে বলতেন, সুস্থ হয়ে যাবেন। আমরা আমাদের এই অভিভাবককে হারিয়ে ফেলেছি।

অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায়, গ্রামের বাড়িতে। সেখানে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত