শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর মৌসুমীর
প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ১০:২৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬
সপ্তাহখানেক আগে কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী মৌসুমী ও ওমর সানী। হঠাৎ শুক্রবার দুপুরে ওমর সানী জানালেন, ছেলে, পুত্রবধূ ও মৌসুমী অসুস্থ। করোনার উপসর্গ আছে মনে করে তাঁরা সবাই এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।
ওমর সানী জানালেন, আপাতত ঘরে তাঁদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আজ শনিবার তাঁদের সবার কোভিড–১৯ টেস্ট করানো হবে। ওমর সানী তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’
শুক্রবার দুপুরে ওমর সানী বলেন, ‘কয়েক দিন আগে আমার মেয়ে ফাইজাও অসুস্থ হয়। তারও জ্বর হয়েছিল। কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। এরপর করোনার টেস্ট করানো হলে জানতে পারি, ফল নেগেটিভ। এর মধ্যে হঠাৎ আমার ছেলে ফারদীন আর বউমা অসুস্থ হয়। করোনার কিছু উপসর্গ তাদের মধ্যে আছে। গতকাল থেকে মৌসুমীরও শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর; যে কারণে সে পরিচালক সমিতির নির্বাচনে ভোট দিতেও যেতে পারেনি। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে। সবার করোনা টেস্ট করাব। সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইছি, সবার যেন করোনা নেগেটিভ আসে।’
ওমর সানীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, পরিবারের অন্যদের মতো তিনি অতটা অসুস্থ নন। তবে হঠাৎ সবার শারীরিক অসুস্থতায় তিনি চিন্তিত। নিজেকে তাঁর অসহায় মনে হচ্ছে।
গত ২৬ মার্চ অনুষ্ঠিত হয় মৌসুমী ও ওমর সানী দম্পতির একমাত্র ছেলের বিয়ে। কানাডাপ্রবাসী কুমিল্লার মেয়ে আয়েশাকে ছেলের বউ হিসেবে ঘরে আনেন তাঁরা। ছেলের বিয়ের আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করেই কদিন ধরে বেশ ব্যস্ততায় কেটেছে এই তারকা দম্পতির। তারপর থেকেই একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। দেশে করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। এ অবস্থায় দেশের মানুষের জন্যও উদ্বেগ প্রকাশ করলেন এই নায়ক। তিনি বলেন, ‘করোনায় এখন প্রতিদিন রেকর্ডসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। তারপরও অনেকে অসতর্ক হয়ে বাইরে ঘোরাঘুরি করছেন। সবাইকে অনুরোধ করব, আপনারা নিজেরা সতর্ক থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখুন। করোনার কোনো উপসর্গ মিলে গেলে দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত