শনিবার আদমদীঘি মহাশশ্মানে রটন্তী কালী পুজা

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ২০:২৮ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৬, ২৩:২০

১৭ জানুয়ারী, শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্মানে রটন্তী কালী পুজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও মাঘ মাসের চর্তুদশী তিথিতে রটন্তী কালী পুজা ও পরদিন ১৮ জানুয়ারী, রবিবার নাম কীর্তন ও প্রসাদ বিতরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহাশশ্মান কমিটির সভাপতি অলক মৈত্র ব্যাটেল। আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্মান কমিটির  সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানায়, রটন্তী কালীর নামে রটন্তী শব্দটি এসেছে "রটনা" শব্দ থেকে। যার অর্থ কোনও কিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া। কথিত আছে, এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রুপ মা কালীর দেবীমাহাতœ্য ত্রিলোকজুড়ে রটে গিয়েছিল। তবে রটনার নেপথ্যে আরোও একটি তত্ব খাঁড়া করা হয়। সেই তত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছেন মহাভারতের অন্যতম নায়ক দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। শাস্ত্রমতে, বৃন্দাবনে তখন শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় মত্ত ছিলেন রাধা। একদিন দুপুরে গোপিনীরা বাঁশির অদ্ভুত আওয়াজ শুনতে পান। সকলে সেই সুর লক্ষ করে দৌড়ে যান উৎস সন্ধানে। গিয়ে দেখতে পান সামনেই ইষ্টমূর্তি। শ্রীরাধাই স্বয়ং আদ্যাশক্তি।  গোপিনীরা সেই দিনই সে কথা অনুধাবন করেন। মনে করা হয়, ওই দিনের কাহিনী ধরেই সুত্রপাত রটন্তী কালী পুজোর। সেই ধারাবাহিকতায় প্রতি বছর মাঘ মাসের চর্তুদশী তিথিতে রটন্তী কালী পুজা আয়োজন করে আসছে আদমদীঘি উপজেলা সদরের স্থানীয় হিন্দু স¤প্রদায়। আজ ১৭ জানুয়ারী, শনিবার রাতে মহাশশ্মান কালী মন্দিরে রটন্তী কালী পুজা অন্তে পরদির ১৮ জানুয়ারী, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাশশ্মান মন্দির প্রাঙ্গনে হরিনাম কীর্তন পরিবেশন করবেন কীর্তনীয়া আশিক সরকার (তপু)। হরিনাম কীর্তন শেষে দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হবে। সকল ভক্তবৃন্দকে পুজা অর্চনা ও হরিনাম কীর্তন শ্রবন শেষে প্রসাদ গ্রহনের নিমন্ত্রন জানিয়েছেন আয়োজক কমিটি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত