লৌহজংয়ের খিদির পাড়া ইউনিয়নে নৌকার মাঝি হতে ৭ প্রার্থীর লবিং

  লৌহজং প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১৮:০৮ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৯

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লৌহজং উপজেলার  খিদির পাড়া ইউনিয়নে নৌকা মাঝি হতে জোড় তদবীর আর লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন ৭ জন প্রার্থী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মার্কা একটি বড় ফ্যাক্ট হয়ে দাড়িয়েছে। প্রতিটি ইউনিয়নে নৌকা মার্কা পেতে মরিয়া হয়ে উঠেছে প্রার্থীরা। এই উপজেলায় ইউপি নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও প্রাথমিক পর্যায়ে প্রার্থী মনোনয়নের জন্য তৃনমূল পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ তালিকা প্রনোনয়ন করেছে উপেজেলা আওয়ামীলীগ কমিটির কাছে। আর এর ধারাবাহিকতায় উপজেলা আওয়ামীলীগ তার দলীয় কার্যক্রম শেষে তা বুঝিয়ে দিয়েছেন জেলা আওয়ামীলীগের কাছে। এই পর্যায়ে উপজেলার খিদির পাড়া ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ৭ জন প্রার্থী। আর নৌকা পেতে তারা রীতি মত লবিং শুরু করেছেন। তফসিল ঘোষনার আগেই মরিয়া হয়ে উঠেছে প্রার্থীরা নৌকা পেতে। এই নিয়ে পাড়া মহল্লায়, চায়ের দোকানে, হাট-বাজারে রীতিমত লড়াই বাকত্বর্ক চলছে কে পেতে যাচ্ছে নৌকার মনোনয়ন। পাড়া মহল্লার চায়ের দোকান গুলো ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে। মধ্যে রাত অবদি চলছে আড্ডা চায়ের দোকান গুলোতে। 

লৌহজং উপজেলার খিদির পাড়া ইউনিয়নে নৌকার মাঝি হতে চায় যে ৭ প্রার্থী এদের মধ্যে খিদির পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য হাজী মো. আনোয়ার হোসেন বেপারী, খিদির পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮০ দশক থেকে একটানা বিশ বছর সহসভাপতি এরপর ২০০১ সাল থেকে  সভাপতি পদে ও সাবেক দুইবারের  সফল চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্বা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাজী মো. আক্তারুজ্জামান মোল্লা, খিদির পাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য হাজী মো. আওলাদ হোসেন হাওলাদার, হাজী মো. রাজু করিম মোল্লা, খিদির পাড়া ইউনিয়নে ২০০৩ সালে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে  তৎকালীন চেয়ারম্যান নির্বাচিত হন, ১৯৭০ সালে তৎকালীন বাংলাদেশ ছাএলীগের আব্দুর রহমান হলের সাবেক সহ সাধারন সম্পাদক ও বর্তমানে খিদির পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য  মো. শাহনেওয়াজ মৃধা ও ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আউয়াল হাওলাদার ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত