রিয়ালের কাছে বার্সেলোনার হার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১০:৩৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮

বার্সেলোনাকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্প থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।

২০১৯-২০ আসরে ঘরের মাঠে ড্রয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে গিয়ে হেরেছিল বার্সেলোনা। আর গত মৌসুমে লিগে রিয়ালের বিপক্ষে দুই দেখায়ই হারে কুমানের দল। সব মিলিয়ে লা লিগায় রিয়ালের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল কাতালান ক্লাবটি। ২০০৮ সালের মে মাসের পর থেকে কোনো এক দলের বিপক্ষে এটিই সবচেয়ে দীর্ঘ টানা ব্যর্থতার চিত্র।

কাম্প নউয়ে রোববার লা লিগার ম্যাচের ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেয় রিয়াল। রদ্রিগোর পাস থেকে গোল করেন ডেভিড আলাবা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে দলের শক্তি বাড়াতে সার্জিও আগুয়েরোকে নামান রোনাল্ড কোম্যান। তাতে গতি কিছুটা বাড়লেও লাভ হয়নি বার্সার। ম্যাচের বাড়তি সময়ে ৯৩ মিনিটে আসেনসিওর শট টার স্টেগান ফিরিয়ে দিলেও লুকাস ভাসকুয়েজ জালে জড়িয়ে দেন। ম্যাচের ৯৬ মিনিটে বার্সার হয়ে গোল শোধ করেন আগুয়েরো। যদিও এতে হারের ব্যবধানই কমেছে। নির্ধারি সময় শেষে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে রিয়াল।

৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। যথাক্রমে পরের দুটি স্থানে থাকা সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদের পয়েন্টও সমান ২০। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে বার্সেলোনা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত