যমুনা নদীতে ঘন কুয়াশায় আটকে পড়া ৪৭ বরযাত্রী ১৬ ঘন্টা পর ফিরে এসেছে 

   ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১৫

যমুনা নদীর মাঝখানে ঘন কুয়াশায় পথ হারিয়ে আটকে পড়া নারী-পুরুষ ও শিশুসহ ৪৭ জন বরযাত্রী অবশেষে ফিরে এসেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা উপজেলার জামথল ঘাটে এসে পৌঁছান। এর আগে গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) বগুড়ার সারিয়াকান্দী থেকে মাদারগঞ্জগামী বরযাত্রীবাহী নৌকা রাত ৮টার দিকে যমুনা নদীর মাঝখানে পথ হারিয়ে আটকা পড়ে। 

বরযাত্রীবাহী নৌকাটি যমুনা নদীর মাঝখানে আটকে পড়ায় ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতের কারণে রাতভর ৪৭ জন যাত্রী চরম ভোগান্তি পোহায়। এ সময় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন।

জানা গেছে, শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান ছানির (২০) বিয়ে উপলক্ষে ৪৭ জন বরযাত্রী বগুড়া শহরের সাবগ্রামের চারমাথা এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ সন্ধ্যা ৬টার দিকে তারা বগুড়ার সারিয়াকান্দী উপজেলার কালীতলা ঘাট থেকে নৌকাযোগে মাদারগঞ্জের জামথল ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি যমুনার মাঝনদীতে পৌঁছালে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি দিক হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ সময় পথ খোঁজার চেষ্টা করা হলেও কুয়াশার কারণে কোনো পথ পাওয়া যায়নি। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯, থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কেউ কোনো সহায়তা করতে পারেনি। শেষ পর্যন্ত অন্য কোনো উপায় না পেয়ে নৌকাটি যমুনা নদীর মাঝখানেই নোঙর করে রাখা হয়। নৌকাটিতে ১৭ জন নারী ও ৯ জন শিশুসহ মোট ৪৭ জন যাত্রী ছিলেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কিছুটা কাটলে বিকল্প দুইটি নৌকায় করে নিরাপদে জামথল ঘাটে পৌঁছাতে সক্ষম হয় যাত্রীরা। 

বরযাত্রীর নৌকায় থাকা আইনুল হক বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় আমরা সারিয়াকান্দির কালিতলাঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে মাদারগঞ্জের উদ্দেশে রওনা দিই। কিছুদূর অগ্রসর হওয়ার পর ঘন কুয়াশার কারণে মাঝি পথ হারিয়ে ফেলেন। পথ খুঁজে না পাওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে নৌকাটি নদীতেই নোঙর করে রাখা হয় এবং সারারাত সেখানেই অবস্থান করি। সকালে বিকল্প নৌকায় করে আমরা সবাই নিরাপদে জামথল ঘাটে পৌঁছাই। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে যমুনা নদীতে আটকে পড়া নৌকার যাত্রীরা অক্ষত অবস্থায় ফিরে এসেছেন। তীব্র শীতের মধ্যে দীর্ঘ সময় নদীতে অবস্থান করলেও বরযাত্রীসহ নৌকার সবাই সুস্থ রয়েছেন। তীব্র শীত ও ঘন কুয়াশার সময়ে বিশেষ করে রাতের বেলায় নৌপথে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত