মেহেরপুরে মাস্ক ব্যবহার না করাই পথচারী ও ব্যবসায়ীর জরিমানা

  মেহের আমজাদ,মেহেরপুর

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৮:৪৭ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৪১

মেহেরপুরে মাস্ক ব্যবহার না করাই পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতার সৃষ্টির লক্ষে সচেতনতামূলক অভিযান চালানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। 

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত এর নেতৃত্বে অভিযানে পথচারীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তাদেরকে মাস্ক পরার ব্যাপারে সচেতন করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ) ২০১৮ এর ২৪ এর (১) ধারা লক্সঘনের অপরাধে ২৪ এর (২) ধারায় জরিমানা আদায় করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত