মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশ: ৩ এপ্রিল ২০২১, ১০:৩৯ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯

মেহেরপুরে শুক্রবার রাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক খন্দকার মাহবুব হোসেন ও সদস্য সচিব ফজলুর রহমান এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরোমের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ্যাডভোকেট রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ আহাম্মদ বিজন। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আদিল করিম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, জাহামত আলী, আফরোজা বেগম ফাতেমা, মোঃ সিরাজ উদ্দীন, আনোয়ার হোসেন, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আসাদুল আযম খোকন, ২য় যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমান, ৩য় যুগ্ম-সাধারণ সম্পাদক এ এস এম সাইদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আতাউল হক আন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক আরিফুজ্জামান ও আইন বিষয়ক সম্পাদক হাসান মাহাবুবুর রহমান মুকুল। 

এছাড়াও আবু ছালেহ মোঃ নাসিম, কামরুল হাসান, মোঃ শফিউদ্দিন, ফজলুর রহমান, মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম-১, আব্দুল মান্নান, রমজান আলী, মোঃ রফিকুল ইসলাম-২, নজরুল ইসলাম, পারভীন সুলতানা, মখলেছুর রহমান খান স্বপন, এ এস এম এম হাসানুল্লাহ, এহান উদ্দিন মনা, মীর আলমগীর ইকবাল, আহাসানুজ্জামান বাচ্চু, আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম সাহেব, মধুমিতা খন্দকার, শফিউল আযম খান বকুল, সেলিম রেজা গাজী ও এশারার জাহান তমা কে সদস্য করে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৯ সদস্যর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত